মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কোভিড-১৯ পরিস্তিতিতে নাগরিক সেবা প্রদানে ডিজিটাল বাংলাদেশের ভুমিকা শীর্ষক সেমিনার ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ডিসেম্বর) সকাল ১১টায় নাসিরনগর সরকারী ডিগ্রি মহাবিদ্যালয়ে কোভিড-১৯ পরিস্তিতিতে নাগরিক সেবা প্রদানে ডিজিটাল বাংলাদেশের ভুমিকা শীর্ষক সেমিনার ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রসশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয়-২৪৩ নাসিরনগর আসনের সাংসদ আলহাজ বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, অত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, সাংবাদিক সহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply