স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় ”জাতির পিতার সম্মান,রাখবো মোরা অম্লান” শীর্ষক প্রত্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (১২ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরামের আয়োজনে শহরের ফারুকী পার্কে এসমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন’র সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ বড়ুয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: রবিউল হক মজুমদার, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ।
এতে জেলা পর্যায়ের সকল দপ্তর/বিভাগীয় প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply