স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় নববর্ষের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য বই বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০১ জানুয়ারি ২০২১ ইং) সকাল ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন।
উদ্বোধনী বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মাহমুদ আখন্দ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, জেলা শিক্ষা অফিসার মোঃ শফি উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, করোনার প্রভাব থাকা সত্বেও ২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বর্ষের ৭৫ ভাগ বই ইতোমধ্যে পৌছে গেছে। প্রতিদিন বই নিয়ে ট্রাক আসছে। শিক্ষার্থীরা সময় মতো সকল বই পেয়ে যাবে। কোনো ধরনের সমস্যা হবেনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে যে করোনা সংকট চলছে এই সংকটের মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার জন্যে কাজ করে যাচ্ছেন। আজকে বছরের প্রথম দিন বই পাওয়ার মধ্য দিয়ে সেটি আবারো প্রমান হয়েছে।
এদিকে করোনা ভাইরাসের নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে স্বস্থি প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী সিয়াম আহমেদ ও তাহমিদুর রহমান তামিম বলেন, করোনার কারনে স্কুলে আসতে পারছিনা। এর মধ্যে বছরের প্রথম দিন বই পাবো সেটা ভাবতেই পারছিনা। বছরের প্রথম দিনে বই পেয়ে আমরা আনন্দিত। আমরা চাই নতুন বছরে করোনা যেন বিদায় হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply