স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে উত্তাল পুরো ব্রাহ্মণবাড়িয়া। এসময় মাদ্রাসা শিক্ষার্থীদের অগ্নিসংযোগ ও সরকারি বিভিন্ন স্থাপনায় ভাংচুরের ঘটনায় আতঙ্কিত জনসাধারণ।
আজ শুক্রবার (২৬ মার্চ) বিকেল ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে আটকা পড়েছেন কয়েকটি ট্রেন। এতে চরম দূর্ভোগ ও ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জানা যায়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে পার্শ্ববর্তী বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে গত কয়েকদিন যাবৎ হেফাজতে ইসলাম সহ কয়েকটি ইসলামী সংগঠনের পক্ষ থেকে আন্দোলন করে আসছেন। আজ শুক্রবার সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার পর ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলাম ও মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু করেন। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনার সামনে মাদ্রাসা শিক্ষার্থীরা অবস্থান করেন। এর মধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে সড়কে মাদ্রাসা শিক্ষার্থীরা অবস্থান করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। ভাংচুর ও অগ্নিসংযোগ করেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শোয়েব আহমেদ জানান, মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের কারণে সারাদেশের সাথে ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ইতিমধ্যে আন্তঃনগর উপকুল এক্সপ্রেস নরসিংদীর মিথিকান্দা রেলওয়ে স্টেশন, আন্তঃনগর মহানগর এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে স্টেশন, আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস আজমপুর রেলওয়ে স্টেশনে ও কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের অদূরে আটকা পড়েছেন। এতে করে চরম ভোগান্তি ও দূর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এ ব্যাপারে ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সম্পাদক মুফতি এনামুল হাসান জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী প্রতিবাদ মিছিল থেকে চট্টগ্রাম ও ঢাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ ও কয়েকজন আন্দোলনকারীকে গ্রেপ্তারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা এ প্রতিবেদককে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছেন এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করারও চেষ্টা চলছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগ করছেন বিক্ষুব্ধ মাদ্রাসা শিক্ষার্থীরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply