সংবাদ শিরোনাম
ভারতের ত্রিপুরা রাজ্যে ভারত -বাংলাদেশ মৈত্রী সম্মাননা পেলেন আবৃত্তি শিল্পী সোহেল আহাদ ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত কমলগঞ্জে দু’দিনব্যাপী বসন্ত মেলা সমাপ্ত কমলগঞ্জে তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ।। নারীসহ আহত ২ কমলগঞ্জের লাউয়াছড়ায় আগুন।। পুড়ে গেছে এক একর বন ব্রাহ্মণবাড়িয়ায় আল খলিল হসপিটালের চিকিৎসকের ভুল চিকিৎসায় কলেজ ছাত্রের মৃত্যু অভিযোগ।। আটক-৩ কসবায় ট্রাক্টর খাদে পড়ে দুইজন নিহত ব্রাহ্মণবাড়িয়ায় অধ্যাপক হরলাল রায় সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উদযাপন কমলগঞ্জে ত্রিপুরা ভাষা শিক্ষা কেন্দ্র উদ্বোধন

বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ ;চেয়ারম্যান নাছিমা, ভাইস চেয়ারম্যান মান্না ও সাবিত্রী রানী বিজয়ী

বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ ;চেয়ারম্যান নাছিমা, ভাইস চেয়ারম্যান মান্না ও সাবিত্রী রানী বিজয়ী

বিশেষ প্রতিবেদক, সময়নিউজবিডি টুয়েন্টিফোর  পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্জ্ব অ্যাডভোকেট তানভীর ভুইয়াকে পরাজিত করে বিজয়ী হয়েছেন নির্দলীয় চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট নারী নেত্রী (ঘোড়া প্রতীক) নাছিমা মুকাই আলী। ভাইস চেয়ারম্যান পদে মাহমুদুর রহমান মান্না ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিত্রী রানী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 


নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলী (ঘোড়া প্রতীক) ৩৩ হাজার ৭শত ৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আলহাজ্জ্ব অ্যাডভোকেট তানভীর ভুইয়া পান ২৬ হাজার ১শত ০১ ভোট।   
ভাইস চেয়ারম্যান পদে মাহমুদুর রহমান মান্না ৩৮ হাজার ৪শত ৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোখলেছুর রহমান লিটন (টিউবওয়েল প্রতীক) ২১হাজার ৩শত ৮৩ ভোট পেয়ে পরাজিত হন। 


মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিত্রী রানী (কলস প্রতীক) ৪৮ হাজার ৮শত ৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়জুন্নাহার টুনি (হাঁস প্রতীক) পেয়েছেন ২১ হাজার ৮শত ০৬ ভোট।  


ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাহেদুল ইসলাম স্বাক্ষরিত বেসরকারি ফলাফলের বার্তা প্রেরণ শীটের মাধ্যমে তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।                                          
উল্লেখ্য, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৭১ হাজার ৩শত ৬৩ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী। প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্জ্ব অ্যাডভোকেট তানভীর ভুইয়া (নৌকা প্রতীক), নির্দলীয় প্রার্থী নাছিমা মুকাই আলী (ঘোড়া প্রতীক)  সৈয়দ মাঈন উদ্দিন আহমেদ জুম্মান (আনারস প্রতীক), অ্যাডভোকেট ফজলুল হক (মোটর সাইকেল) এবং ইঞ্জিনিয়ার মোঃ মোসাহেদ (দোয়াত কলম।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




আজকের দিন-তারিখ

  • সোমবার (বিকাল ৩:৫৪)
  • ২৭শে শাবান, ১৪৪৪ হিজরি
  • ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2017 Somoynewsbd24.Com
Translate »