কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জে কে.এন.কে ফাউন্ডেশনের অর্থায়নে মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় মানবিক সহায়তায় দরিদ্র ও অসহায় মুসলিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (০৮ মে) সকাল ১১টায় বাংলাদেশ মণিপুরি মুসলিম সেবা সংস্থার আয়োজনে মাধবপুর ইউনিয়নের শুকুর উল্লারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
স্থানীয় শিমুলতলা গ্রামের ইতালী প্রবাসী কৃষ্ণ কান্ত সিংহের উদ্যোগে মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও, ধলাইরপাড়, শুকুর উল্লারগাঁও গ্রামের অর্ধশতাধিক দরিদ্র ও অসহায় মুসলিম পরিবারের মাঝে ছোলা, তেল, চিনি, পেঁয়াজ ও সেমাই সহ নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
কৃষ্ণ কান্ত সিংহ জানান, কে.এন.কে ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশ মণিপুরি মুসলিম সেবা সংস্থার আয়োজনে প্রতি বছরের ন্যায় এই বছরও রোজাদার হতদরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply