সংবাদ শিরোনাম
মোবাইল আসক্তি ঠেকাতে ও ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিষিদ্ধ বিজয়নগরে জালনোট তৈরির সরঞ্জামসহ তিনজন আটক ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবা।। এলাকায় শোকের ছায়া ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষা সপ্তাহ’র উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া শহরকে সম্প্রসারিত করে পরিকল্পিত নগরায়ন করা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোকতাদির চৌধুরী এমপি কমলগঞ্জে শমশেরনগরে রেলপথ ঘেষে জমে উঠে অবৈধ পশুর হাট; দুর্ঘটনার আশঙ্কা নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে বাংলালিংক ও হুয়াওয়ের চুক্তি ডেঙ্গু ঠেকাতে সোমবার থেকে মাঠে নামছে ডিএনসিসি অবৈধভাবে ভারতে গিয়ে আটকে পড়া ১৩ বাংলাদেশী দেশে ফিরেছেন শেষ হলো সাহিত্য একাডেমির ৭ দিনব্যাপী “বৈশাখী উৎসব।। সচিব খলিল আহমদকে বৈশাখী উৎসব সম্মাননা প্রদান

আজকের যুবক-ছাত্র ও তরুণ সমাজের অনুকরণীয় ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামাল; র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

আজকের যুবক-ছাত্র ও তরুণ সমাজের অনুকরণীয় ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামাল; র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আজকের যুব-ছাত্র ও তরুণ প্রজন্মের অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ ক্যাপ্টেন শেখ কামাল। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত আজকের প্রজন্মকে শেখ কামালের নীতি ও আদর্শকে ধারণ করার আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ প্রণীত ১৫দিন ব্যাপী কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আলোচনা সভায় জেলা যুবলীগের সভাপতি এডঃ শাহনুর ইসলামের সভাপতিত্বে সভায় জেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার মুখ্য আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন। সভায় অন্যান্যের মধ্যে আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডঃ সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ভাইস চেয়ারম্যান এডঃ লোকমান হোসেন ও জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল প্রমুখ বক্তৃতা করেন। সভাটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ। সভাশেষে শহীদ শেখ কামালসহ ১৫ আগস্টে সকল শহীদান ও  জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনসহ করোনা আক্রান্তদের রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com