নাসিরনগর উপজেলা প্রতিনিধি
দীর্ঘ ১১ বছর পর অবশেষে অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ও নাসিরনগর সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ছাত্রলীগ নাসিরনগর উপজেলা ও সরকারী কলেজ শাখা ছাত্রলীগের এ বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ নাসিরউদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-০১ নাসিরনগর আসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম।
সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শোভন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ বাহার উদ্দিন চৌধুরী।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply