সংবাদ শিরোনাম
চিকিৎসা সেবায় নিয়োজিত সমিতিকে আর ব্যক্তিস্বার্থে অগঠনতান্ত্রিকভাবে চলতে দেওয়া যাবে না; আল-মামুন সরকার

চিকিৎসা সেবায় নিয়োজিত সমিতিকে আর ব্যক্তিস্বার্থে অগঠনতান্ত্রিকভাবে চলতে দেওয়া যাবে না; আল-মামুন সরকার

ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির ১১তম বার্ষিক সাধারণ সভায় সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার সমিতি পরিচালনায় বিগত দিনের বিতর্কিত কার্যক্রমের কথা উল্লেখ করে বলেছেন, “ব্রাহ্মণবাড়িয়া জেলার ডায়াবেটিস আক্রান্ত সাধারণ রোগীদের চিকিৎসা সেবায় স্থানীয় খ্যাতিমান সমাজকর্মীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতিকে আর ব্যক্তি বিশেষের স্বার্থে অগঠনতান্ত্রিকভাবে চলতে দেয়া যাবে না। তিনি এ লক্ষ্যে সমিতির সকল সদস্যদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সমিতির বর্তমান তত্ত্বাবধায়ক বডির আহবায়ক সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ ভূইয়ার সভাপতিত্বে তার সরকারী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে এডভোকেট মিন্টু ভৌমিক, এডভোকেট হাবিব উল্লাহ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ডাঃ কাজী আব্দুর রাকিব, মোহাম্মদ আরজু, এ কে মনিরুল ইসলাম, নূরে আলম সিদ্দিকী, মোঃ কামাল উদ্দিন, ওমর ফারুক, মোহাম্মদ আবুল কাশেম, এডভোকেট মাহমুদ হোসেন সরকার পাশা, মফিদুল ইসলাম লেলিন এবং অনলাইনে ডাঃ এফ জামান, ডাঃ সুলতানা জামান, ডাঃ হাবিবুর রহমান, আজিজুল হক ও হাসান তারেক চৌধুরী প্রমুখ প্রতিষ্ঠাতা সদস্য উপস্থিত ছিলেন। সভায় তত্ত্বাবধায়ক বডির সদস্য সরাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু নাঈম ও শহর সমাজসেবা অফিসার শারমিন রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com