বিজয়নগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগরে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য সহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। শনিবার (০৬ জুলাই) দুপুরে উপজেলার সিঙ্গারবিল এবং গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বিরাসার গ্রাম থেকে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের মোঃ ফারুক মিয়া-(২৭), মোঃ শাহানুর মিয়া-(২৬) এবং মর্জিনা বেগম-(৪০) এবং ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর বিরাসার গ্রামের মোঃ মজনু মিয়া-(৫৮) ও খাদিজা আক্তার-(২৬)।
শনিবার বিকেলে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১১টায় র্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে র্যাব সদস্যরা বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের মধ্যপাড়া থেকে মাদক ব্যবসায়ী ফারুক মিয়া, শাহানুর মিয়া ও মর্জিনা বেগমকে আটক করে। পরে তাদের শরীর তল্লাশী করে ৯৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪২ বোতল ফেন্সিডিল, ৪১ বোতল স্কাফ, ৩ কেজি গাঁজা সহ মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এদিকে একই আভিযানিক দল শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর বিরাসার গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ মজনু মিয়া এবং খাদিজা আক্তারকে আটক করে। পরে তাদের শরীর তল্লাশী করে ৮ বোতল ফেন্সিডিল এবং ৩ বোতল স্কাফ উদ্ধার করেন।
এ ঘটনায় বিজয়নগর ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় র্যাবের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply