ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় কর্মহীন হয়ে পড়া শিল্পী সাহিত্যিকদের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ দিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।
বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পী ও সংস্কৃতিসেবীদের মাঝে এসব নগদ অর্থ বিতরণ করা হয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়ার একশত শিল্পী সংস্কৃতিদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়।
শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এসআরএম ওসমান গনি সজীবের সঞ্চালনায় শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আবদুন নুর, শিল্পকলা একাডেমির শিক্ষক সাংবাদিক পীযুষ কান্তি আচার্য্য শিল্পকলা একাডেমির সদস্য বাছির দুলাল প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply