সময়নিউজবিডি রিপোর্ট
শিক্ষক বাতায়নে দেশসেরা কন্টেন্ট নির্মাতার সম্মাননা পেয়েছেন মঞ্জু রাণী পাল। তিনি নড়াইল সদর উপজেলার গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বাড়ি নড়াইল পৌর এলাকার মাছিমদিয়ায়। সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) শিক্ষক বাতায়নে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ গত ৩১ জুলাই তাকে দেশ সেরা কন্টেইনার নির্মাতা ঘোষণা করে। এর আগে ২০২০ সালের ১৮ আগস্ট থেকে শিক্ষক বাতায়নে তাঁকে নড়াইল জেলার অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব দেয় এটুআই। অন্য শিক্ষকদের শিক্ষক বাতায়নে যুক্ত করা, উদ্বুদ্ধ করা ও সহযোগিতা করা অ্যাম্বাসেডরের দায়িত্ব।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক জানা যায়,দেশের সর্বস্তরের শিক্ষকদের জন্য জনপ্রিয় ওয়েব পোর্টাল “শিক্ষক বাতায়ন”। সরকারের এটুআই বিভাগের তত্ত্বাবধানে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা ও বাস্তবায়নে এই ওয়েব পোর্টাল শিক্ষার্থীদের ডিজিটাল পাঠদান পদ্ধতির অন্যতম প্ল্যাটফর্ম। শিক্ষকরা মানসম্মত কন্টেন্ট তৈরি করে এখানে আপলোড করে। মঞ্জু রাণী পাল বলেন, এই ধারাবাহিক অর্জন আমাকে আরও কাজ কাজ করতে উদ্বুদ্ধ করেছে। এখন এসব কাজে আমি নতুন করে স্বপ্নের বীজ বুনছি।আশা করি সফলতার ধাপ আরো এগিয়ে নিয়ে যাবে।এতে আমার পরিবার আমাকে সহযোগিতা করেছেন। বিশেষ করে আমার স্বামী সুবাস পালের অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছি ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply