লালমনিরহাট সংবাদদাতা
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ভিশন ২০৩০ কে সামনে রেখে যুদ্ধ বিমান কেনার স্বপ্ন দেখছে সেনাবাহিনী। ইতোমধ্যে পরিকল্পনাও সম্পন্ন করা হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট আর্মি এভিয়েশন স্কুলে উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপ এগিয়ে যাচ্ছে। বর্তমানে ওয়ান সেভেন ওয়ান হেলিকপ্টার ব্যবহার করছে সেনাবাহিনী। আগামী বছর আরো ৬টি হেলিকপ্টার সংযোজন করা হবে।
সোমবার সকাল ১১টায় একটি বিশেষ হেলিকপ্টারে ঢাকা থেকে লালমনিরহাট বিমানবন্দরে অবতরন করেন সেনাপ্রধান। এসময় কয়েকটি বিমানে সেনা প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে আর্মি এভিয়েশন স্কুল, মিল্কিং পার্লার উদ্বোধন করেন। সেনাবাহিনী পরিচালিত লালমনিরহাটের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সেনাপ্রধান আরো বলেন, নবনির্মিত আর্মি এভিয়েশন বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সকল বৈমানিক প্রকৌশলী এবং বিমানক্রুদের প্রশিক্ষনের মাধ্যমে বিমান চালানোয় দক্ষ করে গড়ে তোলা হবে। লালমনিরহাট আর্মি এভিয়েশন স্কুলে ১৪টি ট্রেডে প্রশিক্ষণ গ্রহন করবেন আর্মি এভিয়েশন গ্রুপের সৈনিকরা। আধুনিকার সাথে তাল মিলিয়ে সৈনিকদের দক্ষতা বাড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আর্মি এভিয়েশন স্কুলটি ট্রাফিক যটমুক্ত আকাশের লালমনিরহাট বিমানবন্দরে স্থানান্তর করা হয়। এতে সেনাবাহিনী এভিয়েশনে সক্ষমতা আরো এক ধাপ এগিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কোয়াটার মাষ্টার লেঃ জেনারেল মোঃ সামছুল হক,এভিয়েশন গ্রুপ কমান্ডার মেজর জেনারেল আলমগীর হোসেন, মাষ্টার জেনারেল অব অর্ডন্যন্স মেজর জেনারেল মোঃ আবু সাঈদ সিদ্দিক, রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply