স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
২০২১-২০২২ অর্থ বছরে বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প আয় বর্ধকমূলক ছাগল/ভেড়া উপকরণ বিতরণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ জন নিবন্ধিত জেলের মধ্যে ছাগল/ভেড়া বিতরণ করা হয়েছে।
বুধবার (০৬ এপ্রিল) বিকেলে বিজয়নগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল/ভেড়া বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
এসময় ইউএনও বলেন, সরকারের আরোপিত বিধি নিষেধ চলাকালে জেলে সম্প্রদায় নদীতে বা বিলে মাছ ধরতে পারেন না। শুকনো দিনগুলোতে মাছের প্রবাহ কমে যায় ফলে বাঁধা পায় জেলেদের দৈনন্দিন কার্যাবলী। সেই সময়ে বিকল্প আয়ের ক্ষেত্র তৈরি করতে সদাশয় সরকারের পক্ষ থেকে জেলেদের সাবলম্বী করার জন্য ভেড়া পালনে উদ্বুদ্ধ করতে উপজেলার ২০ জন নিবন্ধিত জেলেদের মাঝে এসব ভেড়া বিতরণ করা হয়। সঠিক পরিচর্যার মাধ্যমে তারা আরো বড় পরিসরে ভেড়া পালন করবেন বলে মনে করেন ইউএনও ইরফান উদ্দিন আহমেদ।
ভেড়া বিতরণকালে উপজেলা মৎস্য কর্মকর্তাসহ, নিবন্ধিত জেলারা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply