সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অভিযানে বিভিন্ন সীমান্ত থেকে মাদক ও ভারতীয় বিভিন্ন প্রসাধনী উদ্ধার করা হয়েছে। এসময় মোঃ মোস্তাকিম-(২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপি একাধিক বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজিসহ ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী আটক করেছে।
সরাইল ব্যাটালিয়নের ২৫ বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল সৈয়দ আরমান আরিফ জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এবং আখাউড়া উপজেলার সীমান্তবর্তী চানপুর, হীরাপুর, তোফায়েলনগর, কাশিনগর, ভাগলপুর এবং সেজামোড়া নামক স্থান হতে পৃথক পৃথক অভিযানে ৫৯৪ পিস ভারতীয় নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট, ১০৭ বোতল ফেন্সিডিল, ৪৪ কেজি গাঁজা, ৪০২ বোতল ইস্কফ সিরাপ, ১০ বোতল বিয়ার ক্যান, সিএনজি ০১টি এবং ২ লক্ষ ১৫ হাজার ২০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রীসহ জেলা সদর থানার চান্দিয়ারা গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ মোস্তাকিমকে, মাদকদ্রব্যসহ আটক করা হয়। আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে। আসামী বিহীন আটককৃত মাদ্রকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা এবং ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও অন্যান্য চোরাচালানী মালামাল ব্রাহ্মণবাড়িয়া কাষ্টমসে জমা করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply