আসন্ন ০২-১৩ ডিসেম্বর ২০১৯ স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য কেপ – ২৫ সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নে স্বচ্ছতা কাঠামাে সম্বলিত চুড়ান্ত রূপরেখা প্রণয়ন ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর আয়ােজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কেপ -২৫ সম্মেলনে বাংলাদেশ কর্তৃক উত্থাপনযােগ্য নিম্নোক্ত দাবি উত্থাপনের জন্য সুপারিশ করা হয়। দাবীগুলো হচ্ছে -দূষণকারী কর্তৃক ক্ষতিপূরণ প্রদান নীতি বিবেচনা করে ঋণ নয়, শুধু সরকারি অনুদান, যা প্রতিশ্রুতিরবিপরীতে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে, ক্ষতিগ্রস্ত স্বল্পােন্নত দেশসমূহের পরিকল্পিত অভিযােজনের জন্য আন্তর্জাতিক তহবিল হতে প্রয়ােজনীয় তহবিল অগ্রাধিকার ভিত্তিতে যথাসময়, সহজে সরবরাহের জন্য বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলােকে সমর্থিতভাবে (ক্লাইমেট ডিপ্লােম্যাসির মাধ্যমে) দাবি উপস্থাপন করতে হবে এবং তা আদায়ে দর কষাকষিতে দক্ষতা প্রদর্শন করতে হবে, উন্নয়নশীল দেশগুলাের অভিযােজনকে অগ্রাধিকার দিয়ে চাহিদা মাফিক জলবায়ু অনুদান ভিত্তিক তহবিল প্রদান একটি সময়াবদ্ধ রােডম্যাপ প্রণয়ন এবং তা বাস্তবায়ন করতে হবে; স্বল্পােন্নত দেশগুলাের স্বার্থ নিশ্চিতে বাংলাদেশের পক্ষ থেকে প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে উন্নত দেশগুলাে হতে প্রয়ােজনীয় সম্পদ (জলবায়ু তহবিল, প্রযুক্তি হস্তান্তর এবং কারিগরি সহায়তা) সরবরাহের জাের দাবি উত্থাপন করতে হবে; স্বল্পােন্নত দেশে অভিযােজন বাবদ অর্থায়নের অতিরিক্ত হিসেব ক্ষয়-ক্ষতি মােকাবেলায় বিশেষ তহবিল গঠন এবং তার জন্য দ্রুত অর্থায়ন নিশ্চিতে স্বল্পােন্নত দেশগুলােকে সােচ্চার হতে হবে; ‘ক্ষয়-ক্ষতি’ মােকাবেলায় জলবায়ু ঝুঁকি মােকাবেলায় বীমার পরিবর্তে উন্নত দেশসমূহ কর্তৃক ক্ষতিপূরণ আদায় করে ‘ঝুঁকি বিনিময় খরচ’ একটি আইনি কাঠামাের মাধ্যমে কার্যকর করতে হবে; এবংজলবায়ু-তাড়িত বাস্চ্যুতদের পুনর্বাসন, কল্যাণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত জিসিএফ এবং অভিযােজন তহবিল থেকে বিশেষ তহবিল বরাদ্দ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠিত মানববন্ধনে এনজিও প্রতিনিধি, সাংবাদিক, কলেজের শিক্ষার্থী, সনাক সদস্যবৃন্দ, স্বজন সদস্যবৃন্দ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর সহ সভাপতি আবদুন নূর বলেন উন্নত ও প্রভাবশালী দেশগুলাের কার্বন নিঃসরণ স্বেচ্ছাচারীতার কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে।
মানববন্ধনে আরও বক্তব্য প্রদান করেন সনাক সদস্য প্রকৌ: আশরাফ উদ্দিন আহম্মদ, এডাব ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি এস এম শাহীন, চেঞ্জ এর নির্বাহী পরিচালক আবুল বাশার এবং সাংবাদিক রিয়াজ উদ্দিন জামী। মানববন্ধনে অবস্থান পত্র পাঠ করেন সনাক এর ইয়েস দলনেতা হৃদয় দাস। প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply