তিমির বনিক,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করােনা ভাইরাস (কোভিড-১৯) সংকট কালীন সময়ে কিশােরীদের স্বাস্থ্য সুরক্ষায় ৫০ জন কিশোরীর হাতে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার সাতগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে সাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিলন শীল এর সভাপতিত্বে এবং ব্রেকিং দ্য সাইলেন্সের রাস প্রজেক্টের প্রজেক্ট ফ্যসিলিটেটর কান্তা সরকার এর সঞ্চালনায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আকতার, ব্রেকিং দ্য সাইলেন্সের প্রশিক্ষণ কর্মকর্তা মো. আব্দুল হান্নান, প্রকল্প কর্মকর্তা প্রভাষ নায়েক ও ইউনিয়নের সকল সদস্য প্রমূখ।
এসময় ৫০ জন কিশােরীদের মধ্যে এ সমস্যা মােকাবেলায় Dignity Kits/সুরক্ষা সামগ্রী (স্যানিটারি ন্যাপকিন-১ প্যাকেট, আন্ডার ওয়ার-২, মাস্ক-২, হ্যান্ড গ্লাভস-২, কেয়া সাবান-১, টুথ ব্রাশ-১, টুথপেস্ট-১, থার্মোমিটার-১, হ্যাক্সিসল-১, হুইল পাউডার-৫০০ গ্রাম, ব্লিচিংপাউডার-৫০০ গ্রাম, স্প্রে নজেল) বিতরণ করা হয়।
ব্র্যাক এর সহায়তায় ব্রেকিং দ্য সাইলেন্স, শ্রীমঙ্গল প্রকল্প অফিস Promotion of Gender Justice: Strengthening Engage Men and Boys Network for reducing Violence Against Women and Children in Bangladesh প্রকল্পের আলােকে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নে সচেতনতামূলক কার্যক্রম করা হচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply