স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার মেধাবী ১২ ছাত্রলীগ নেতার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় নিহত ছাত্রলীগ নেতাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা আওয়ামীলীগ, জেলা ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে তাদের স্মরণে স্মরণসভা ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল হোসেন রুবেল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শোভন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি পৌরসভার সফল মেয়র ও আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান এম এ এইচ মাহবুব আলম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট লোকমান হোসেন। এসময় জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে নিহত ছাত্রলীগ নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করেন মাওলানা আব্দুল্লাহ।
উল্লেখ্য, গত ২০১২ ইং সনের ব্রাহ্মণবাড়িয়া -০৩ (সদর ও বিজয়নগর) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বিজয়ী হওয়ার পর একই বছরের ৪ ফেব্রুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে ফরিদপুর জেলার ভাঙ্গায় এমপির সফর সঙ্গী ছাত্রলীগ নেতাদের একটি মাইক্রোবাস দূর্ঘটনায় কবলিত হয়ে ১২ ছাত্রলীগ নেতা নিহত হয়। নিহতরা হলেন – কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শান্ত, জেলা ছাত্রলীগ নেতা বাবু, লিয়েন, রুমেল, রায়হান, আলমগীর, তানভীর, রিয়াদ, মুর্শদ, আসিফ, এমরান ও মিজান। যাদের সবাই ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠা মেধাবী ছাত্রনেতা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply