ক্রীড়া প্রতিবেদক//সময়নিউজবিডি
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ২৪ জানুয়ারি শুরু হওয়া টানা দীর্ঘ এক মাস দশ দিনের চলা উৎসাহ ও উত্তেজনার মধ্য দিয়ে বীর মুুক্তিযোদ্ধা সুহিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হুমায়ুন কবির খান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ হয়েছে।
মঙ্গলবার (২রা মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদ মাঠে সুহিলপুর খেলোয়ার পরিষদের আয়োজনে ও আল আরাফাহ্ ইসলামী ব্যাংক আউটলেট সুহিলপুর শাখার পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টে নবজাগরণ ক্রিকেট একাদশ (খলাপাড়া) ও বিনন স্মৃতি সংসদ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।
খেলার শুরুতেই বিনন স্মৃতি সংসদ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তাদের দুর্দান্ত বলিংয়ের দাপটে নবজাগরণ ক্রিকেট একাদশ (খলাপাড়া) ১৯.২ বলে সবকটি উইকেট হারিয়ে দলীয় ১৫৪ রান সংগ্রহ করে। পরবর্তীতে বিনন স্মৃতি সংসদ ১৭.৫ বলে দলীয় ১৪৬ রান করে সব উইকেট হারান। নবজাগরণ ক্রিকেট একাদশ (খলাপাড়া) ৯ রানে জয়লাভ করেন। নবজাগরণ ক্রিকেট একাদশের (খলাপাড়া) অল রাউন্ডার ব্যক্তিগত ২৪ রান সংগ্রহ ও দুটি উইকেট লাভ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টে মোট ১২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় টুর্নামেন্টের সদস্য সচিব কামরুজ্জামান খান টিটুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মোহাম্মদ আশরাফুল। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, স্বাচিবের কেন্দ্রীয় নেতা ডা. সাইফুদ্দিন আহমেদ খান শুভ্র, সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর, সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর কবীর খান দুলাল, নোঙর ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি শামীম আহমেদ, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও জাদুশিল্পী বদরউদ্দিন খন্দকার, বিশিষ্ট শিল্পপতি আবদুর রাজ্জাক, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মতিঝিল কর্পোরেট শাখার ম্যানেজার শরীফ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহবায়ক মো. ইয়াছিন মিয়া। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. আজিম ও রুহুল কুদ্দুছ শামীম। ধারাভাষ্যয় ছিলেন শেখ আতিকুর রহমান ও মিজানুর রহমান প্রমূখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply