স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডব, ভাংচুর ও অগ্নিসংযোগকারীদের অন্যতম আসামী মীর মাসুম ইয়ার মিম-(২৮) নামে বাংলাদেশ ইসলামী ছাত্র খেলাফত কেন্দ্রীয় কমিটির এক নেতাকে গ্রেফতার করেছেন র্যাব।
গত রবিবার (০২ মে) রাত ২ টায় জেলা সদরের বুধল ইউনিয়নের মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃত মীর মাসুম ইয়ার মিম ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শেরপুর এলাকার মীর এরশাদ এর ছেলে ও বাংলাদেশ ইসলামী ছাত্র খেলাফত কেন্দ্রীয় কমিটি সহকারী দাওয়া বিষয়ক সম্পাদক।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত রবিবার রাত ২ টায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা সদস্য এবং র্যাব-১৪ এর আভিযানিক দল গত ২৬,২৭,২৮ মার্চ তারিখে হেফজতের তান্ডব ভাংচুর, অগ্নিসংযোগকারীদের অন্যতম আসামী মীর মাসুম ইয়ার মিমকে জেলা সদরের বুধল ইউনিয়নের মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-১০, তারিখ-০১/০৪/ ২০২১, ধারা- ১৪৩/ ১৪৪/৪৩৫/৪৩৬/৪২৭/৩৪ পেনাল কোড তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর-১৫ (৩)/২৫-ডি মূলে গ্রেফতার দেখিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে।
র্যাব আরো জানান, গ্রেপ্তারকৃত আসামী মীর মাসুম ইয়ার মিম মামলার ঘটনার বিষয়ে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেটের নিকট স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন। বর্তমানে আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি বলেন, সকল নাশকতাকারীদের বিরুদ্ধে র্যাবের কঠোর অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পেরের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। এসময় হামলাকারীরা সরকারি, বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে মৃত্যুপুরিতে পরিনত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply