স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অটোরিকসা চালক হাবিবুর রহমান-(১৬) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ৫জনকে গ্রেপ্তার ও ছিনিয়ে নেয়া অটোরিকসাটি উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার রাতে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে আবুল কালাম-(১৯) একই এলাকার জিল্লু মিয়ার ছেলে নূরুল আমিন প্রকাশ রুহুল-(২০), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গিলাতলী গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে অহিদ আলী প্রকাশ মংগল মিয়া- (৩৫), নাসিরনগর উপজেলার ব্রাহ্মণশাসন গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে রাফিউদ্দিন শিবলু-(২১) এবং ফেনী জেলার দাগন ভূইয়া উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত আহম্মদ চৌধুরীর ছেলে আনোয়ার হোসেন শুভ-(২৮)। এদের মধ্যে হাবিবুর রহমানকে হত্যার দায়ে ৩ জন, তার মোবাইল ফোনটি কেনার দায়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়,গত ১১ মে নাসিরনগর উপজেলার কুন্ডা এলাকার একটি বিল থেকে পা-বঁাধা জবাই করা অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে অনুসন্ধ্যানে জানা যায় লাশটি নাসিরনগর উপজেলার দঁাতমন্ডল গ্রামের মোঃ জুনায়েদ খন্দকারের ছেলে হাবিবুর রহমানের। এ ঘটনায় পরদিন ১২ মে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, পরবতর্ীতে তদন্তে জানা যায়, গত ৯ মে সন্ধ্যায় আসামী আবুল কালাম ও নূরুল আমীন প্রকাশ রুহুল ঘুরে বেড়ানোর কথা বলে চারশত টাকা ভাড়ায় হাবিবুর রহমানের অটোরিকসায় উঠে। রাত ৯টার দিকে কুন্ডা এলাকায় পৌছলে যাত্রীবেশী ছিনতাইকারীরা হাবিবুর রহমানের হাত- পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে তার মোবাইল ফোন ও অটোরিকসাটি নিয়ে পালিয়ে যায়। পরে ছিনিয়ে নেয়া অটোরিকসাটি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গিলাতলী গ্রামের অহিদ আলী প্রকাশ মংগল মিয়ার কাছে ২০ হাজার টাকায় বিক্রি করে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত মঙ্গলবার (১৮ মে) আসামী আবুল কালামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য মতে মঙ্গলবার গভীর রাতে এলাকার একটি ধানি জমি থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, বিজয়নগর উপজেলা থেকে আসামী নূরুল আমীন প্রকাশ রুহুল আমীন এবং মাধবপুর থেকে অহিদ আলী প্রকাশ মংগল মিয়াকে গ্রেপ্তার ও ছিনিয়ে নেয়া অটোরিকসাটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিচুল হক বলেন, অটোরিকসা চালককে হত্যার দায়ে তিন জনকে ও অটোরিসা চালকের মোবাইল ফোন কেনার দায়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ রইছ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দায় স্বীকার করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply