স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোবাইলে জুয়া খেলার সময় ৪ জুয়ারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর-ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় নগদ-৪১ হাজার ৬শত ২০ টাকা ও ৪ সেট তাস‘ উদ্ধার করা হয়।
শনিবার (২২ মে) বেলা ৫ টা ৫৫ মিনিটে জেলার বিজয়নগর উপজেলার সাতর্বগ বাসস্টান্ডের মনতলা রোডের শফিক মিয়ার স,মিল এর অফিস রুমে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (৪৮), নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের মৃত সোয়া মিয়ার ছেলে মোঃ বাবুল মিয়া (৪৫), বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামের কাশেম আলীর ছেলে মোঃ আক্তার হোসেন (৪০) ও একই ইউনিয়নের কালিসীমা গ্রামের মৃত আব্দুল নুরের ছেলে মোঃ দুলাল মিয়া (৫০)।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মোহাম্মদ আক্কাছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply