স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে র্যাবের অভিযানে মোঃ সুজন মিয়া (২৬), মোঃ সোহাগ মিয়া (২৬), মোঃ মোজাম্মেল, মোঃ রাসেল মিয়া, কাজী অলীউল্লাহ, মোঃ রাকিব মিয়া, মোঃ আতিকুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ ও আমজাদ খান নামে ৯ দালালকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেপ্তারকৃত দালালদের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (০৫ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের মেড্ডা এলাকায় ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশপাশে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন র্যাব-১৪ এর সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রবিবার সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল বাকী এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে জেলা শহরের পশ্চিম মেড্ডার মিন্টু মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া, একই এলাকার আব্দুল আওয়ালের ছেলে মোঃ সোহাগ মিয়া, মৃত কামাল মিয়ার ছেলে মোঃ মোজাম্মেল, পৌর শহরের মধ্যপাড়ার আঃ রাজ্জাকের ছেলে মোঃ রাসেল মিয়া, একই এলাকার মৃত কাজী আমান উল্লাহর ছেলে কাজী অলী উল্লাহ, পূর্ব মেড্ডার মোঃ মাহবুব মিয়ার ছেলে মোঃ রাকিব মিয়া, জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ আতিকুল ইসলাম, কসবা উপজেলার রাইতলা গ্রামের ফোরকান মিয়ার ছেলে মোঃ মহিউদ্দিন আহমেদ ও একই উপজেলার মীরতলা গ্রামের মৃত খোরশেদ খানের ছেলে আমজাদ খানকে গ্রেফতার করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেপ্তারকৃত আমজাদ খানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও বাকী ৮ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়ার কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply