স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
র্যাবের অভিযানে কিশোরগঞ্জের ভৈরব থেকে ৩৫৭ টি ভারতীয় অবৈধ মোবাইল ও ১টি প্রাইভেটকারসহ যোজন বিশ্বাস দূর্জয়(২৭) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়েছে।
গত শনিবার (০২ অক্টোবর) বেলা ১১ টা ২০ মিনিটে ভৈরবের দূর্জয় মোড় থেকে তাকে আটক করেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২ অক্টোবর বেলা ১১ টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের দূর্জয় মোড়ে অভিযান চালিয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুরের বিধু দাসের ছেলে যোজন বিশ্বাস দূর্জয়কে আটক করেন র্যাব। এসময় তার কাছ থেকে ৩৫৭টি ভারতীয় অবৈধ মোবাইল ও চোরাচালানের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার আটক ও জব্দ করেন। এসময় আটককৃত আসামী জানান, সে এগুলো ঢাকা‘সহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রয় করার জন্য নিয়ে আসেন।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অবৈধ মোবাইল চোরাচালানকারী এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply