কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের কমলগঞ্জে গুড নেইবারস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।বুধবার ( ১৫ ডিসেম্বর) উপজেলার আদমপুরস্থ সেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির আয়োজনে একে বাঙলা স্কুল প্রাঙ্গণে সিএমসি সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সমবায় অফিসার আশুতোষ দাস,প্রকল্প ব্যবস্থাপক রোমিও রতন গমেজ, সিডিসি সভাপতি নুর উদ্দিন, আইজি অফিসার রবীন্দ্রনাথ শীল, সিএমসির সহসভাপতি গুলনাহার বেগম প্রমুখ।অনুষ্ঠানে বিগত সাধারণ সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, রিপোর্ট পর্যালোচনা, উদ্বৃত্তপত্র ও নিরিক্ষা প্রতিবেদন পর্যালোচনা, ২০২১-২২ আর্থিক বৎসরের জন্য প্রাক্কলিত বাজেট পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা, ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা, নতুন লোন আইটেম, লভ্যাংশ ও মুনাফা বিতরণ, সফটওয়ার কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, বর্তমান সমাজে সমবায় সমিতির গুরুত্বসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোকপাত করা হয়।২০১২ সালে প্রতিষ্ঠিত গুড নেইবারস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ১৩শো সদস্যের মধ্যে ৪৫০জনকে ঋন প্রদান করা হয়েছে।সমিতির মূলধন রয়েছে প্রায় ১ কোটি টাকা। সমিতির মাধ্যমে ঋণ নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply