গতকাল রোববার দুপুর ১টায় বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কের) মোঃ মোজাম্মেল হক, সিভিল সার্জন ডাঃ মোঃ একরাম উল্লাহ্, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, নবীনগর পৌরসভার শিব শংকর দাস, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফরিদা নাজমীন, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি পীযুষ কান্তি আচার্য্য, সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি কবি জয়দুল হোসেন, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি জহিরুল ইসলাম স্বপন, সহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, আবহমান বাংলার ঐতিহ্য হচ্ছে বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ উদযাপনে সকলে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply