সরাইল প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে মাছ ধরতে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (০৪ মে) সকাল ৯ টায় উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে।
হামলায় আহতরা হলেন – জয় কিশোর সরকার (৬০), সূচনা রানী (৪৫), মিনতি রানী (৪৮), রাজ কিশোর (৫৫), নিখিল সরকার (৪৮)। বাকীদের নাম জানা যায়নি।
জানা যায়, আজ শনিবার সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের জয় কিশোরের পুকুরে জোরপূর্বক মাছ ধরতে আসেন একই গ্রামের সুবল, সুভাষ, ঠাকুরচান, নিরাঞ্জন, প্রানতোষ পাল, দুলাল, শ্যামল, প্রিয় লাল ও রুবেল। এতে বাঁধা দিলে জয় কিশোর সহ তার পরিবারের লোকজনের উপর হামলা চালায় সুবল ও তার সমর্থকরা। এসময় দুই বৃদ্ধা মহিলা সহ অন্তত ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে জয় কিশোর সরকার , সূচনা রানী , মিনতি রানী , রাজ কিশোর , নিখিল সরকার কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে জয় কিশোর সরকার ও মিনতি রানীর অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভুইয়া বলেন, হামলার একটি ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply