সদর উপজেলা (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচী।
বৃহস্পতিবার সকাল ১০টা সময় কক্সবাজার হুদা কবিতা চত্ত্বরে ১০০ পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
শোকবহ আগষ্টের প্রথম দিনে উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ রেজওয়ানুল হক চৌধুরী শোভনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল, কাল ব্যাচ ধারণ এবং পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা মোঃ শেফায়েত আলম তুহিন।
এসময় সময় ছাত্রলীগ নেতা মোঃ শেফায়েত আলম তুহিন বলেন, আগষ্টের শোককে শক্তিতে পরিণত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলের কাজ করে যেতে হবে।বঙ্গবন্ধু মারা যাননি, বঙ্গবন্ধু বেঁচে থাকবেন প্রত্যেক বাঙালির হৃদয়ে। বঙ্গবন্ধুকে মনে ধারণ করে দেশকে ভালবেসে সামনে এগিয়ে যাবার অঙ্গিকার ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক: ইমতিয়াজ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশন কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক: মোফাজ্জেল হোসেন তুহিন সহ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাধারণ ছাত্র/ছাত্রীবৃন্দ।
ইনামসময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply