এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু),বিজয়নগর থেকে:
সারা দেশে চলমান ডেঙ্গু জ্বর ও এডিস মশা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, পদ্ম সেতুতে মানুষের মাথা লাগার গুজব সহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতার সৃষ্টির লক্ষ্যে বিজয়নগর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার কর্মচারিদের নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা প্রশাসন।
উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতার বৃদ্ধি করণে উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার ও উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী নেতৃত্বে সর্ব সাধারণের মাঝে ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়া রোগের বাহক বড় আকৃতির মশা এডিস এর জন্ম প্রতিরোধে রাস্তা- ঘাট, হাট- বাজার, বাড়ির আঙ্গিনায়, ড্রেন, স্কুল কলেজ মাদ্রাসা বাসা-বাড়ির চারদিক সার্বক্ষণিক পরিস্কার বা পরিচ্ছন্ন রাখার আহবান জানান তারা। এছাড়াও ইউএনও মেহের নিগার বলেন, এডিস মশার উৎপত্তি-জন্ম স্থল ঘরের ভিতরের রেফ্রিজারেটর তথা ফ্রিজ, ঘরের বাইরের আঙ্গিনায় পড়ে থাকা ডাবের খোসা, ফুলের টব, সাইকেল রিক্সার ফেলে রাখা টায়ারসহ যেকোন পরিত্যক্ত পাত্রে, ড্রেন এবং বদ্ধ জলাশয়ে তিন দিনের বেশী জমে থাকা পানি দেখলে তা ফেলে দেয়ার পাশাপাশি জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষা করা, সর্বোপরি ডেঙ্গু জ্বর পরিবারের কোন সদস্য আক্রান্ত হলে আতংকিত না হয়ে চিকিৎসকের পরার্মশ নিতে বলা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply