সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বঙ্গমাতা ফজিলাতু্ন্নেছা মুজিব’র ৯১তম জন্মদিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রধানমন্ত্রী অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (০৮ আগস্ট) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সংসদ সদস্য আসন ৩১২ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালি জামিল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আেবু হানিফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply