স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাহিয়া-(২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগস্ট) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত মাহিয়া একই গ্রামের মহন মিয়ার ছেলে মুহিবুল ইসলাম সুজনের স্ত্রী ও একই ইউনিয়নের বুল্লা গ্রামের এখলাছ মিয়ার মেয়ে।
এদিকে গৃহবধূ মাহিয়ার মৃত্যুর পরই তার শ্বশুর বাড়ির লোকজন বাড়ি ছেড়ে গা ডাকা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দেড় বছর আগে উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের এখলাছ মিয়ার মেয়ে মাহিয়া আক্তারের সাথে একই ইউনিয়নের নিদারাবাদ গ্রামের মহন মিয়ার ছেলে মুহিবুল ইসলাম সুজনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলে আসছে।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply