স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় পত্তন ইউনিয়নের আদমপুর মাদ্রাসা প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট শাহানুর ইসলাম। প্রধান বক্তা হিসেবে সম্মেলনের বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস।
ইউনিয়ন যুবলীগের সভাপতি শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বাবুলের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের ক্রীড়া সম্পাদক মশিউর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন সোহেল, বিজয়নগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রফিকুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রাসেল খান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এডভোকেট জাহাঙ্গীর হোসেন, বিজয়নগর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক খোকন, উপজেলা আওয়ামীলীগ নেতা প্রভাষক রফিকুল ইসলাম। বার্ষিক সম্মেলনের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি লিটন মিয়া।
এদিকে পত্তন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলন উপলক্ষে ইউপি যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাদিম মিয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে তার সমর্থকরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। অনুষ্ঠানে ইউপি যুবলীগের বর্তমান সভাপতি শিমুল, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বাবুল, যুবলীগ নেতা মোহাম্মদ রিপন মিয়া, ইব্রাহিম মিয়া ও ইমরান হোসেন খান সভাপতি হিসেবে প্রার্থী হন। সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন শফিকুল ইসলাম সাদ্দাম ও জাহাঙ্গীর হোসেনসহ চার জন।
পরে প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে অতিথিরা কমিটি ঘোষণা না করে, আগামী এক সপ্তাহ পর শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কমিটি ঘোষণা করবেন বলে আশ্বস্ত করেন। এ নিয়ে সম্মেলনকে কেন্দ্র করে যারা সভাপতি ও সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক সমালোচনা হচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply