ক্রীড়া প্রতিবেদক, সময়নিউজবিডি
মাদক বিরোধী কর্মসূচীতে “মাদকে নয়, ক্রীড়ায় সম্পৃক্তি- ক্রীড়াতেই শক্তি” শ্লোগানে ১৯ আগষ্ট সোমবার শহরের উত্তর পৈরতলা পূর্বপাড়া যুবকদের উদ্যোগে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মরহুম জলিল মিয়া বালুর মাঠে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ রেডক্রিসেন্ট ইউনিট ব্রাহ্মণবাড়িয়ার ভাইস প্রেসিডেন্ট মোঃ জায়েদুল হক, বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী আশরাফ পিকো ,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী ওসমাণ গণি নয়ন,এনামুল হক এনাম, আব্দুল জব্বার, আব্দুল হাকিম,মোঃ শফিকুল ইসলাম হোসেন, জেলা বেকারী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান বাবু, রোটারিয়ান ইভান, দানু মিয়া, বাছির মিয়া মোঃ হাফিজ প্রমুখ। বিসমিল্লাহ ট্রেডার্স এর সত্বাধিকারী আরেফিন হোসাইন হৃদয়ের অণুপ্রেরণায় মোঃ ইকরাম হোসাইন ও অন্তরের পরিচালনায় উক্ত প্রতিযোগিতায় উত্তর পৈরতলা পূর্বপাড়া ওয়ারী ওয়াচ এফসি দল ইউনাইটেড এফসি দলকে ট্রাইব্রেকারে পরাজিত করে জয়ী হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করেন । প্রধান অতিথি মোঃ জায়েদুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্রীড়াচর্চার সাথে সম্পৃক্ত থাকলে কেউ বিপথগামী হতে পারে না। তিনি মাদককে ঘৃণা কওে,মাদককে না বলে ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। বিপুল সংখ্যক দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করেছে। খেলায় ধারাভাষ্যকার ছিলেন রিমন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply