স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা দলিল লেখক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে যৌথভাবে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মিজানুর রহমান খন্দকার ও ক্বারী মোঃ আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী সাহারুল ইসলাম।
আজ সোমবার (০৯ জানুয়ারি ২০২৩ ইং) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা সমবায় অফিসার মহিউদ্দিন আহমেদ জানান, শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মিজানুর রহমান খন্দকার ও ক্বারী মোঃ আব্দুল্লাহ ৮৪ ভোট পেয়ে যৌথভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন। পাশাপাশি ৯১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী সাহারুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আহাদ পেয়েছেন ৭৯ ভোট। তিনি বলেন,১৭২ জন ভোটারের মধ্যে ১৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এদিকে, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক,যুগ্ম সাধারণ সম্পাদক-১ হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মামুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মোবারক হোসেন, সহসাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ কাউছার, প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ সোলেমান, সহ প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সামসুদ্দীন আহমেদ মাসুদ, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ হাসেম ,সহ দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাসেল লস্কর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম বাদল, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোর্শেদ মুন্সী, কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুস সালাম, মোঃ সাদেকুল ইসলাম, সাদ্দাম হোসেন এবং অর্থ সম্পাদক পদে সিরাজুল ইসলাম ও ধর্ম সম্পাদক পদে ইউসুফ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর জানান, সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণ ,অবাধ নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে আমরা কাজ করেছি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোট গ্রহণ সম্পন্ন করেছি। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে সহযোগিতা করার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, নির্বাচনে ১৯টি পদে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply