স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশবান্ধব কম্পোস্ট প্ল্যান্ট ও প্লাস্টিক বর্জ হতে তরল জ্বালানি উৎপাদন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়িয়ায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর অর্থায়নে এ কম্পোস্ট প্ল্যান্ট ও প্লাস্টিক বর্জ হতে তরল জ্বালানি উৎপাদনের শুভ উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় সর্বপ্রথম পরিবেশ বান্ধব কম্পোস্ট প্ল্যান্ট ও প্লাস্টিক বর্জ হতে তরল জ্বালানি উৎপাদন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল হক মীর।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী মোঃ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক মোঃ মনির হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সকলকে নিয়ে প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply