স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠ। শুক্রবার (২১ এপ্রিল) সকালে জেলা শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে গিয়ে দেখা যায় পুরো মাঠ জুড়ে থীরপাল সাঁটানো হচ্ছে। মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও আরামে ঈদের নামাজ আদায় করতে পারে সে জন্য পুরো প্যান্ডেল জুড়েই লাগানো হচ্ছে শতাধিক ফ্যান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট লোকমান হোসেন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জেলা ঈদগাহ মাঠকে মুসল্লিদের ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে।
শ্রমিকরা গত ১৩ দিন ধরে পুরো মাঠ জুড়ে থীরপাল সাঁটানো কাজ করছেন। আশা করছি আজ রাতের মধ্যেই ঈদগাহ মাঠে টি ঈদ জামাত জন্য নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।
তিনি আরো বলেন, আগামীকাল শনিবার সকাল ৮ টায় জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রাকৃতিক কোন সমস্যা তৈরি হলে জেলা জামে মসজিদে যথারীতি সকাল ৮ টায় ঈদের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,আজ শুক্রবার (২১ এপ্রিল) সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়েছে। সে মোতাবেক আজ যদি বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল শনিবার সারাদেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply