কিশোরদের সংগঠন শিশু নাট্যমের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের গভ:মডেল গার্লস স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, এমন অবস্থা হয়েছে যে মানুষ সর্বত্রই এখন পেশিশক্তি দেখায়। পেশিশক্তি বা অপশক্তির বলয় থেকে বের হয়ে আসতে হবে। বর্তমানে সামাজিক অবক্ষয়, বিভিন্ন নেশা, ইলেকট্রনিক ডিভাইসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ততার কারণে মানুষ জ্ঞান আহরণ থেকে পিছিয়ে পড়ছে। অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে।
তিনি আরো বলেন, যুক্তির মাধ্যমে কথা খন্ডন করতে শেখায় বিতর্ক। বিতর্ক প্রতিযোগিতাকে সর্বত্রই ছড়িয়ে দিতে হবে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও যেন যৌক্তিকভাবে বিষয় বস্তু তুলে ধরতে পারেন, সেজন্য বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা দরকার। বিতর্ক করলে মেধা বাড়ে। বিতর্ক জীবন গড়ার ক্ষেত্রে অবদান রাখে। সমাজের প্রতিটি স্কুলে বিতর্ক ছড়িয়ে দিতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উপদেষ্টা নাঈমা সুলতানা খানের সভাপতিত্বে প্রথম আলোর ষ্টাফ রিপোর্টর শাহাদাৎ হোসেন ও ফাহিম মুনতাসীর পরিচালনায়স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ খান বিটু।
অনু্ষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানন, কবি মহিবুর রহিম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, শিশু নাট্যমের যুগ্ম সম্পাদক দিপ্ত মোদক ধন্যবাদ জানান।
বির্তক প্রতিযোগিতায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। আজ রবিবার বিকাল তিনটায় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল শেষে পুরস্কার বিতরণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।
Leave a Reply