প্রকৃতির সান্নিধ্যে শিশু এ ভাবনা নিয়ে তিতাসনদীর পাড়ে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে তিনদিন ব্যাপী ১০ম বার্ষিক আর্ট ক্যাম্প ২০২৫ আজ বৃহস্পতিবার সকাল নয়টায় উদ্বোধন। সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন। সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর ভূইয়া। উলচাপাড়া মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনের পর শতশত আঁকিয়ে পুরো উলচাপাড়া গ্রামের পরিবেশে নদীর তীরে নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর মাছ, নৌকা, বাঁশ বন, জেলেপাড়া, মাছ শুকানে, গ্রামীণ মানুষের জীবন যাপন দেখা ও অবলোকন করার পর শিশুরা দল বেদে ছবি আঁকার জন্য দল বেদে বেরিয়ে পরবে। প্রথম দিন সকাল সাড়ে সাতটায় ফকিরাপুল ব্রিজ হতে অটোরিকশা যোগে উলচাপাড়া মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্য রওনা দিবে। তিনদিনের আর্ট ক্যাম্পে যারা প্রশিহ্মণ পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী। ও-ই আর্ট ক্যাম্পের সফলতার জন্য সংগঠনের সভাপতি মোঃ মাসুকুল ইসলাম মাসুক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ খান বিটু সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply