স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রবাসীর স্ত্রীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের মধ্যে মঙ্গল মিয়া-(৪৫) ও জয়নাল আবেদীন জুনু-(৪২) নামে দুইজনকে গ্রেফতার করেছেন পুলিশ।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্ৰামের মধ্যপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে সৌদি প্রবাসীর স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন মিলে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। উক্ত ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের নজরে আসলে তাৎক্ষনিক পুলিশি তৎপরতা শুরু করেন।
পরে ভিডিও ফুটেজ দেখে অপরাধে জড়িতদের সনাক্ত করে ঘটনায় জড়িত মঙ্গল মিয়া ও জয়নাল আবেদীন জুনু কে গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। উক্ত ঘটনায় সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, প্রবাসীর স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন মিলে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেটা আমাদের নজরেও আসে। পরে পুলিশ ভিডিও দেখে অপরাধীদের সনাক্ত করে দুজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার (২১ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সুলতানপুর ইউনিয়নের মধ্যপাড়া মন্তাজ মিয়ার ছোট ছেলে সৌদি প্রবাসী হায়দার আলীর স্ত্রী শারমিন আক্তার ও তার ছেলে-মেয়েকে মারধর করেন হায়দার আলীর বড় ভাই মঙ্গল মিয়া, জয়নাল আবেদিন ও ভাতিজা জুবায়িদ, আকাশ, সাইফুল ইসলাম এবং ময়না বেগম, মর্জিনা বেগমসহ আরও অনেকে। একপর্যায়ে শারমিন আক্তারকে বাড়ির উঠানে থাকা একটি নারিকেল গাছের সঙ্গে বেঁধেও মারধর ও নির্যাতন করা হয়। এতে আশপাশের লোকজন বাধা দিলে তাদের ওপর ক্ষিপ্ত হয়। পরে এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মূহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। যা দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply