“তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি” শ্লোগানকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে ২৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখ রবিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উক্ত ওরিয়েন্টেশনে ছাত্র ছাত্রীদের মধ্যে তথ্য অধিকার আইন ২০০৯ এর প্রেক্ষাপট, আইনের ধারা, আইনের প্রয়োগ পদ্ধতি সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ধারণা প্রদান করা হয়। তাছাড়া অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মধ্যে তথ্য অধিকার আইন, তথ্য প্রাপ্তির আবেদন পূরণের কৌশল হাতে কলমে শেখানো হয়।
তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফরিদ উদ্দিন, সনাক এর তথ্য ও পরামর্শ ডেস্ক বিষয়ক উপকমিটির আহবায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন আহম্মদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক এর তথ্য ও পরামর্শ ডেস্ক বিষয়ক উপকমিটির আহবায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন আহম্মদ, সহকারী অধ্যাপক মোঃ ফরিদ উদ্দিন এবং ছাত্র ছাত্রীদের পক্ষ হতে অভিমত ব্যক্ত করেন মোহাম্মদ সাব্বির এবং পায়েল আক্তার। ওরিয়েন্টেশন অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক সদস্য মোহাম্মদ আরজু।প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply