নাজমুল ইসলাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিনিজের বলার মত একটা গল্প নামের উদ্যোক্তা তৈরির কর্মশালার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। দেশের ৬৪ জেলার ও ৫০ টি দেশের ৫ হাজার জন উদীয়মান তরুণ উদ্যোক্তাদের নিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।এতে “প্রমিসিং এন্টারপ্রেনার অব দি ইয়ার” অ্যাওয়ার্ড এর জন্য মৌলভীবাজারের তরুণ উদ্যোক্তা ইস্কিল আইটিয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারেক আহমদকে মনোনীত করা হয়। কম্পিউটার ট্রেনিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রতিষ্ঠান হিসেবে দারুণ সব কাজের জন্য এই এওয়ার্ড অর্জন করেন ৪/১/২০২০ইং(শনিবার)।অনুষ্ঠানে তার হাতে এওয়ার্ড তুলে দেন আইডিপিসির ম্যানেজিং ডিরেক্টর মুমিন ইউ ইসলাম, অপ্টিম্যাক্স এর ডিরেক্টর ইমদাদুল হক, ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, মেইড ইন বাংলাদেশের ইমরান হোসাইনসহ অন্যরা।তারেক আহমদ হলেন নবীগঞ্জ উপজেলার ২ নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামের বাসিন্দা। পড়াশোনার সুবাদে বর্তমানে মৌলভীবাজারেই বসবাস করতেছেন।এবং একটি সামাজিক সংগঠন,আমিও মানুষ মানব সেবা সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি হিসেবে কাজ করে আসছেন।কৃতিত্বের সাথে পাঁচ হাজার উদ্যোক্তা আর দেশ সেরা সব মানুষের মাঝ থেকে এওয়ার্ড প্রাপ্ত হওয়ায়। জনাব তারেক আহমদকে নবীগঞ্জ উপজেলাবাসীর পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সাংবাদিকঃ- নাজমুল ইসলাম, এবং আমিও মানব সেবা সংঘে সাংগঠনিক সম্পাদক জনাব, দিপু আহমেদ ও বিবিয়ানা ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য জনাব, প্রসূন চৌধুরী।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply