সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইয়েক ইউনিয়নের বিদ্যানগর গ্রামের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের নলকূপ বসানোর সময় নলকূপের ভিতর থেকে বিকট শব্দে পানি ও বালির সঙ্গে গ্যাস বের হওয়া বন্ধ হয়েছে।
আজ শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বের হতে থাকা গ্যাস বন্ধ হয়। তবে এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যালয়ের।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি কসবার বিদ্যানগর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির খাওয়ার জন্য গভীর নলকূপ বসানোর কাজ শুরু করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে গত বুধবার নলকূপ বসানোর জন্য সাড়ে ৫শত ফুট খননের পর পানির স্তরের সন্ধান পান নলকূপ খননের কাজে নিয়োজিত শ্রমিকরা। এসময় ফিল্টার বসানোর জন্য পাইপ তুলে নেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে পানি ও বালির সাথে গ্যাস বের হতে থাকে। মূহুর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।
এদিকে এ ঘটনার খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বাপেক্সের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তারা বালি ও গ্যাসের নমুনা সংগ্রহ করে ৭২ ঘন্টা পর্যবেক্ষণ করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে সংবাদ মাধ্যমকে জানানো হয়। পাশাপাশি ঘটনাস্থলের চারপাশে লাল কপরের নিশান টানিয়ে দেয়া হয়। অন্যদিকে প্রতিনিধি দলের দেয়া ৭২ ঘন্টার পর্যবেক্ষণের সময় শেষ হবে আগামীকাল শনিবার সকাল ৮টায়।
এ ব্যাপারে কসবা সালদা গ্যাস ফিল্ডের প্ল্যান্ট অপারেটর রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে দফায় দফায় বৈঠক চলছে। আগামীকাল শনিবার পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply