স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় হোম কোয়ারেন্টাইনে না থেকে যত্রতত্র ঘুরাফেরার অভিযোগে দুইজন প্রবাসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) পৌর শহরের পাইকপাড়ায় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এ জরিমানা করেন। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাইকপাড়ায় ওমান থেকে আসা শম্ভু সাহা ও সিঙ্গাপুর থেকে আসা দীপ্ত সাহা নামে দুই প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থেকে যত্রতত্র ঘুরাফেরার অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শম্ভু সাহাকে ২০ হাজার ও দীপ্ত সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় তিনি সম্প্রতি বিদেশ থেকে আসা কোন ব্যক্তি যদি হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মেনে চলাচল করে তাৎক্ষণিক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর মডেল থানার ওসি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করার আহবান জানান।
এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম শামসুুুুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাখাওয়াত হোসেন সহ সদর মডেল থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের টিম শহরের কাজীপাড়া, মৌলভীপাড়াসহ বিভিন্ন এলাকায় গিয়ে এলাকাবাসীকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply