নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি
করোনা ভাইরাসের প্রভাবে রাস্তা-ঘাট এখন জনশূন্য আর এই সুযোগের ব্যবহার করতে চেয়েছিল এক যুবক। কিন্তুূ প্রশাসনের চোখ ফাঁকি দিতে পারেনি অবশেষে পুলিশের কাঁচায় বন্দি। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি ফিলিং ষ্টেশনের উত্তর পাশ থেকে ভারতীয় ফেনসিডিলসহ-এক সিএনজি চালক-কে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত রবিবার (২৯ মার্চ) রাত প্রায় সাড়ে ৯টার দিকে মহাসড়কে ত্রি-হুইলার যান চলাচলরোধে অভিযান পরিচালনাকালে শেরপুর হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের মৃত. ডাঃ রবিন্দ্র চন্দ্র আচার্য্যের পুত্র অসিত চন্দ্র আচার্য্যকে (৩৫) অবৈধ ভারতীয় ২৮ বোতল ফেনসিডিলসহ আটক করে।শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. এরশাদুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সার্জেন্ট শিবুনাথ সরকার, এএসআই ইউনুস আলী, এএসআই গিয়াস উদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে সিএনজি (হবিগঞ্জ: থ ১১-১৬৯০) আটক করলে সিএনজির ভেতর ২৮ বোতল ফেনসিডিলসহ ধৃত ব্যক্তিকে আটক করা হয়। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply