স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
নভেল করোনা ভাইরাস (কুভিড-১৯) সংক্রমণের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সারাদেশে চলছে সাধারন ছুটি। এতে শ্রমজীবী মানুষরা কর্মহীন হয়ে পড়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার নির্দেশনা অনুয়ায়ী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের অসহায় হতদরিদ্র একশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার (০৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর ঘোষিত ত্রাণের চাল বাড়ি বাড়ি পৌঁছে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম। এসময় উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ রাসেল খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির ও সকল মেম্বারগন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণ বিতরণকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ উপোস থাকবেনা। সকলকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়ার অনুরোধ জানিয়ে আফরোজা বেগম আরো বলেন, সরকারের একার পক্ষে করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব না যদি জনগন সচেতন ও সহযোগিতা না করেন। তিনি বার বার সাবান দিয়ে হাত ধোয়ার ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার আহবান জানিয়ে বলেন, আপনাদের আশপাশে যে প্রবাসীরা আছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য পরামর্শ দেবেন। সকলের ঐক্যবদ্ধ জনসচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply