জিয়াদুল হক বাবু//স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাক্তার সহ ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টানের দায়িত্ব থাকা একজন নারী ও একজন পুরুষ চিকিৎসক এবং হাসপাতালের আরো ৩ জন স্টাফ সহ ৭ জন।
গত ৭ এপ্রিল ভারত থেকে আসা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে দুজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফুল আলম স্বপন এর সত্যতা নিশ্চিত করে বলেন, নারী ডাক্তার সহ দুজন ডাক্তার ও ৩ জন স্টাফ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন এবং চিকিৎসা দিতে গিয়ে করোনা রোগীর সংস্পর্শ এসে আক্রান্ত হয়েছে। আর বাকী দুজন ভারত থেকে ফেরত এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। গত ১৫ ই এপ্রিল দুই চিকিৎসক সহ ৭জনের নমুনা সংগ্রহ করে ঢাকা প্রেরন করা হলে আজ বুধবার দুপুরে রেজাল্ট আসলে তাদের করোনা পজিটিভ পাওয়া যায়। তাদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply