স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে গৃহীত কার্যক্রমের ফলে ক্ষতিগ্রস্ত ২০০ টি পরিবারের মাঝে ৩য় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি করে চাউল জি আর খাদ্য সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দুইশত পরিবারের মাঝে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ লোকমান হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাদেকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. আব্দুল হাই, ট্যাগ অফিসার সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ রহমত আলী, উপ-সহকারী কৃষি অফিসার মনোয়ার আহমেদ, ইউপি সচিব, ইউপি আওয়ামীলীগের সম্পাদক আবুল কাশেম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সাইদুর ইসলাম জুয়েল, ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ ছাওয়াল, সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল চৌধুরী, ইউপি সদস্যগন।
এ সময় অ্যাডভোকেট লোকমান হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষকে খাদ্য সহায়তা প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’কে ধন্যবাদ জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply