দেশবরেণ্য শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এক শোক বার্তায় তিনি বলেন, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ছিলেন মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সত্যিকারের একজন দেশপ্রেমিক। তাঁর মৃত্যুতে দেশের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নই। মোকতাদির চৌধুরী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply