স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশী রিভলবারসহ মোজাম্মেল হাসান শুভ (৩৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যাব।
গতকাল শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১১ টায় পৌর শহরের পীরবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃত মোজাম্মেল হাসান শুভ পৌর শহরের কান্দিপাড়া এলাকার মোঃ মাঈন উদ্দিনের ছেলে।
গণমাধ্যমে পাঠানো র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, র্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পীরবাড়ি এলাকার মৌবাগে অভিযান চালিয়ে একটি রিভলবারসহ তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মোজাম্মেল হাসান শুভ’র বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply