স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় আরো ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৮ জলাই) সন্ধ্যায় তাদের নমুনার ফল সিভিল সার্জন অফিসে পৌঁছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯০৫ জন। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিকেলে সরকারি ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারাল সেন্টার পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ৩৪৭টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এর মধ্যে সদর উপজেলায় ১১ জন, বিজয়নগরে ১ জন, বাঞ্ছারামপুরে ০১ জন, আশুগঞ্জে ৪ জন, কসবায় ৩ জন, আখাউড়ায় ৬ জন ও নবীনগরে ১৪ জন। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। এনিয়ে জেলায় সুস্থ মোট বাড়ি ফিরেছেন ১২৩৫ জন। আজ মৃত্যু হয়েছে ৪ জনের। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৩৫ জনের।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply